কিছু কথা…
বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়-এ স্কুল এবং মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়-এ কলেজ জীবন শেষ করে বর্তমানে আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পড়ছি। ছোটবেলা থেকেই লেখালেখি করতাম। কিন্তু স্কুল ছেড়ে কলেজে উঠার পর কেন জানি আর লেখালেখিতে আগ্রহ পেতাম না। নতুন করে আবার লেখালেখির জগতে ফিরে আসার চেষ্টা থেকেই এই ব্লগ এর জন্ম।
কম্পিউটারে গেম খেলা আমার এক নেশা। আরেক নেশা হচ্ছে ছবি তোলা। যদিও ভালো ছবি তুলতে পারি না, তবে স্বপ্ন দেখি ভালো ছবি তুলতে পারার। আশা রাখি আমার এ স্বপ্ন একদিন সত্যি হবে। ভবিষ্যত ইচ্ছা একজন গেম ডেভেলপার হওয়া। জানি না হতে পারবো কিনা, কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নেই। কেননা স্বপ্ন নিয়েই তো মানুষ বেঁচে থাকে।
এরকম পাওয়া না পাওয়া বিভিন্ন স্বপ্নের গল্প নিয়েই আমার এই ব্লগ, “ঘাসফড়িং এর স্বপ্ন”।
8 responses to “কিছু কথা…”
নিবিড়
জুন 5th, 2010 ; 01:16 এ
আশা করি আপনার গেম ডেভেলপার হওয়ার ইছে পূরণ হবে। আরেকটা কথা, আপনার তোলা ছবি গুলোও কিন্তু দারুণ 🙂
ইরতেজা
জুন 5th, 2010 ; 12:06 এ
ধন্যবাদ ভাইয়া। খুবই ভালো লাগল। 🙂
জনৈক
সেপ্টেম্বর 12th, 2010 ; 15:28 এ
সাইটটা ভালো লাগলো বেশ।
তাপস
সেপ্টেম্বর 15th, 2010 ; 08:53 এ
ঈদের (বিলম্বত) শুভেচ্ছা রইল।
maq
নভেম্বর 1st, 2010 ; 18:02 এ
কম্পিউটারের গেম খেলার নেশা একটা সময় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই নেশাটা উড়ে যে কই গিয়েছে আর খুঁজে পাইনি। আপনার গেম ডেভেলপার হবার স্বপ্ন সার্থক হোক- এই কামনা করি।
ওহ … বলতে ভুলেই গিয়েছিলাম! সাইটটি বেশ সুন্দর! 😀
সামি
ডিসেম্বর 2nd, 2010 ; 00:41 এ
সাইটটি খুব সুন্দর করে সাজানো, ইরতেজা! কিপ ইট আপ!!
ইরতেজা
ডিসেম্বর 2nd, 2010 ; 09:01 এ
ধন্যবাদ। ঃডি
Md,Rubel Ahmed
অগাষ্ট 28th, 2013 ; 03:01 এ
Vi update koren na keno? moja paitecilam to. kuet a sob kemon sthobir hoye jai keno? amdr sopno gulo keno emon sopno hoy?